সোমবার, ২৫ নভেম্বর ২০২৪
 

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার পথে , চেয়ারম্যান পদে একা চন্দ্রশীল

JK0007
প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২২

---
নারায়ণগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনিত প্রার্থী বাবু চন্দন শীলকে সমর্থন করেছে জাতীয় পাটির নারাণগঞ্জের নেতারা।

জাতীয়পার্টির সংসদ সদস্য একেএম সেলিম ওসমান বলেছেন, ‘মহাজোটের পক্ষ থেকে আমাদের প্রার্থী বাবু চন্দন শীল, আমরা তাকেই নির্বাচিত করবো’।

নারায়ণগঞ্জ শহরের রাইফেল ক্লাবে বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে এক অনুষ্ঠানে এ ঘোষণা দেন। এ সময় তাঁর পাশে জাতীয়পাটির নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের নেতাকর্মীরা ছিলেন।

এছাড়াও জাতীয়পার্টির অতিরিক্ত মহাসচিব ও সোনারগাঁয়ের এমপি লিয়াতক হোসেন খোকা উপস্থিত ছিলেন।

নারায়ণগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন কিনেছে আওয়ামী লীগ থেকে বাবু চন্দন শীল। তার প্রতিদ্বন্দ্বী হিসেবে মনোনয়ন সংগ্রহ করেছিলো জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য আল জয়নাল।

এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত মো. শহীদ বাদল, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. খোকন সাহা, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি খসরু, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবু জাফর চৌধুরী বিরু, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মীর সোহেল আলী, নারায়ণগঞ্জের মহানগর আওয়ামী লীগের সংগঠন সম্পাদক জিএম আরমান, ফতুল্লা থানা আওয়ামী লীগের সভাপতি এম সাইফুল্লাহ বাদল, সাধারণ সম্পাদক এম. শওকত হোসেন ও ১৫ নং ওয়াড আওয়ামী লীগের নেতা সুজিত সরকার।

নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এহসানুল হক নিপুর সঞ্চালনায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল আলম সেন্টু, কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেন প্রধান, আলীরটেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাকির হোসেন, গোগনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজর আলী, ফতুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খন্দকার লুৎফুর রহমান স্বপন,

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কাউন্সিলর মতিউর রহমান মতি, কাউন্সিলর আয়শা আক্তার দিনা, নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাফায়াত আলম সানী, নারায়ণগঞ্জ মহানগর ছাত্র লীগের সাবেক সভাপতি হাবিবুর রহমান রিয়াদ প্রমুখ।

এদিকে, বেলা ৩টার পর নারায়ণগঞ্জ জেলা নির্বাচন অফিস থেকে জানা গেছে, চেয়ারম্যান পদে একক ভাবে মনোনয়ন জমা দিয়েছেন আওয়ামী লীগের মনোনিত প্রার্থী বাবু চন্দন শীল।

মোঃ ইমরান হোসেন তালহা নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon