ভারতের অন্যতম সেরা ও সফল নির্মাতা এস এস রাজামৌলি। মূলত তিনি তেলেগু ইন্ডাস্ট্রিতে সিনেমা বানান। তবে তার সিনেমা গোটা ভারতের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনেও বিস্ময়কর সাফল্য লাভ করে। গত মার্চে তিনি ‘আরআরআর’ চমক দেখিয়েছেন। এই সিনেমা বিশ্বব্যাপী ১ হাজার ২০০ কোটি রুপি আয় করেছিলো। সেই ঝড়ের রেশ কাটতে না কাটতে নতুন সিনেমায় হাত দিয়েছেন রাজামৌলি। নাম অবশ্য এখনও প্রকাশ্যে আসেনি। তবে গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় সিনেমাটিকে ‘এসএসএমবি২৯’ হিসেবে উল্লেখ করা হচ্ছে। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন তেলেগু সুপারস্টার মহেশ বাবু। এটা আগে থেকেই চূড়ান্ত ছিলো। তবে কানাঘুষা চলছিলো, মহেশ বাবুর বিপরীতে নায়িকা কে হবেন? এবার জানা গেলো সেটাও। বলিউড অভিনেত্রী আলিয়া ভাট থাকছেন সিনেমাটিতে। দক্ষিণী সিনেমার আলোচিত সমালোচক ও বিশ্লেষক উমর সান্ধু খবরটি নিশ্চিত করেছেন।
ফলে ‘আরআরআর’-এর পর দ্বিতীয়বারের মতো রাজামৌলির নির্দেশনায় কাজ করতে চলেছেন আলিয়া। উমর সান্ধু জানান, অফিসিয়ালি আলিয়া ভাট এই সিনেমায় যুক্ত হয়েছেন। সিনেমাটির শুটিং শুরু হবে আলিয়ার সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর। বলা প্রয়োজন, আলিয়া ভাট বর্তমানে অন্তঃসত্ত্বা। গত ১৪ এপ্রিল প্রেমিক, অভিনেতা রণবীর কাপুরকে বিয়ে করেন তিনি। এরপর জুন মাসে অন্তঃসত্ত্বা হওয়ার খবর দেন অভিনেত্রী। শোনা যাচ্ছে, ‘এসএসএমবি২৯’ সিনেমাটির বাজেট হবে ৮০০ কোটি রুপি। গুঞ্জনটি যদি সত্যি হয়, তাহলে এটিই হবে ভারতের ইতিহাসে সর্বোচ্চ বাজেটের সিনেমা। এটি নিয়ে নির্মাতা রাজামৌলি বলেছেন, ‘মহেশ বাবুর সঙ্গে আমার পরবর্তী সিনেমা একটি বিশ্বব্যাপী অ্যাকশন অ্যাডভেঞ্চার ধাঁচের হবে। ভারতীয় ঐতিহ্যের পাশাপাশি এখানে জেমস বন্ড কিংবা ইন্ডিয়ানা জোনসের ছায়া থাকবে।’ এদিকে আলিয়া ভাট বর্তমানে পার করছেন স্বর্ণালী সময়। একদিকে যেমন তার গর্ভে বেড়ে উঠছে সন্তান। অন্যদিকে ক্যারিয়ারেও দারুণ সাফল্য। সম্প্রতি মুক্তি পাওয়া তার নতুন সিনেমা ‘ব্রহ্মাস্ত্র’ বক্স অফিসে ব্যাপক সাড়া পাচ্ছে। সূত্র: টলিউড ডটনেট
মন্তব্য