একা হলে হাড়ি, এক হলে পাড়ি এই স্লোগানকে সামনে রেখে কৈশোর-বান্ধব স্বাস্থ্যসেবা বিষয়ক মাল্টিসেক্টরাল অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১০টায় নারায়ণগঞ্জ জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে কৈশোর-বান্ধব স্বাস্থ্যসেবা বিষয়ক মাল্টিসেক্টরাল অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
স্বাস্থ্যসেবা বিষয়ক মাল্টিসেক্টরাল অবহিতকরণ কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় পরিবার পরিকল্পনা অধিদপ্তরের ঢাকা বিভাগীয় যুগ্ম সচিব ও পরিচালক মাহবুব আলম বলেন, স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে হলে প্রতিটি স্কুল, কলেজে শিক্ষার্থীদের জন্য স্বাস্থ্য সেবা কর্ণার রাখতে হবে সেই সাথে বিশুদ্ধ পানি, আইরোন ট্যাবলেট, স্যানিটারী লেপটিন রাখা জরুরী। সকলের সম্মিলিত প্রচেষ্টায় স্বাস্থ্য সেবাকে এগিয়ে নিয়ে যেতে পারবো। কৈশোর সময়ে যে পরিবর্তন ঘটে তার দিকে সবার আগে পরিবারের খেয়াল রাখতে হবে। কারন এ সময়টা ছেলে মেয়ে কেউ তার সমস্যার কথা বলতে চায় না।
কর্মশালায় জেলা পরিবার পরিকল্পনার উপ-পরিচালক শাহজালালের সভাপতিত্বে ও নারায়ণগঞ্জ সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রদীপ চন্দ্র রায়ের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, এমসি এইচ-সার্ভিসেস ইউনিটের পরিচালক ও (এমসিআরএএইচ) লাইন ডাইরেক্টর ডা: মাহমুদুর রহমান, এমসি এইচ-সার্ভিসেস ইউনিটের উপ-পরিচালক ডা: জাহাঙ্গীর আলম প্রধান, এমসি এইচ-সার্ভিসেস ইউনিটের প্রোগ্রাম ম্যানেজার (এএন্ড আরএইচ) ডা:মো: মনজুর হোসেন সহ বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধান।
কর্মশালায়, কিশোর কিশোরীদের সাথে প্রতিটি বাবা, মার বন্ধুত্ত পূর্ণ আচরন, এবং ছেলে মেয়ের আচার আচরন সহ পড়া লেখার পাশা পাশি পরবর্তী সময়ে তাদের অবস্থান সম্পর্কে জানা অভিবাবকদের প্রতি পরামর্শ দেওয়া হয়।
মোঃ ইমরান হোসেন তালহা নারায়ণগঞ্জ প্রতিনিধি
মন্তব্য