নিজস্ব প্রতিবেদক:
টেকনাফ এর শাহপুরী দ্বীপ সংলগ্ন সমুদ্র এলাকা থেকে কোস্ট গার্ডের অভিযানে ৪২,০০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
আজ মঙ্গলবার (২০ সেপ্টেম্বর ২০২২) দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে (১৯ সেপ্টেম্বর) আনুমানিক ১৭: ১০ ঘটিকায় কোস্ট গার্ড স্টেশন টেকনাফ কর্তৃক স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মোঃ আশিক আহমেদ এর নেতৃত্বে টেকনাফ থানাধীন শাহপুরী দ্বীপ সংলগ্ন সমুদ্র এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালীন বাংলাদেশের জলসীমায় একটি কাঠের নৌকা থেকে ফ্লোট লাগিয়ে প্লাস্টিকের বস্তা সমুদ্রে ফেলতে দেখা যায় । নৌকাটির গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্ট গার্ড সদস্যগণ উক্ত নৌকাটিকে থামার সংকেত দেয়। নৌকাটি না থেমে দ্রুত মায়ানমার সীমান্তের দিকে পালিয়ে যায়। পরবর্তীতে বস্তাটি উদ্ধার করে ৪২,০০০ (বিয়াল্লিশ হাজার) পিস ইয়াবা জব্দ করা হয়।
তিনি আরও বলেন, জব্দকৃত ইয়াবা পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
মন্তব্য