শনিবার, ২৩ নভেম্বর ২০২৪
 

বিজিবি’র খুলনা ব্যাটালিয়নের অভিযানে (১৪৪ ভরি) ওজনের ১৫টি স্বর্ণের বার সহ আটক ১

কণ্ঠস্বর ডেস্ক, ঢাকা
প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২২

 ছবি: দৈনিক যুগের কণ্ঠস্বর

যুগের কণ্ঠস্বর প্রতিবেদক:


বিজিবি’র খুলনা ব্যাটালিয়নের অভিযানে  যশোরের শার্শা উপজেলার গোগা সীমান্ত থেকে ১,২৭,৪৮,০০০/-(এক কোটি সাতাশ লক্ষ আটচল্লিশ হাজার) টাকা মূল্যের ১.৬৫৩ কেজি (১৪৪ ভরি) ওজনের ১৫টি স্বর্ণের বার এবং ০১টি মোটরসাইকেলসহ ০১ জন স্বর্ণ পাচারকারী কে আটক করা হয়।

গ্রেফতারকৃত স্বর্ণ পাচারকারীর নাম  মোঃ জালাল মিয়া (৩৫)।


খুলনা ব্যাটালিয়ন (২১বিজিবি) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে পিএসসি, ইঞ্জিনিয়ার্স অধিনায়ক মোঃ মোহাম্মদ তানভীর রহমান এ তথ্য জানান।


তিনি বলেন, ২০ সেপ্টেম্বর  বিজিবি’র খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) বিএসবি-এর তথ্যের ভিত্তিতে জানতে পারি যে, যশোরের গোগা সীমান্ত দিয়ে স্বর্ণের একটি চালান অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে পাচার হতে পারে। উক্ত তথ্যের ভিত্তিতে খুলনা ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ তানভীর রহমান, পিএসসি, ইঞ্জিনিয়ার্স-এর নেতৃত্বে ব্যাটালিয়ন সদর, খুলনা হতে বিজিবি’র একটি বিশেষ টহলদল সীমান্ত পিলার ১৭/৭ এস এর ৪৬ আর পিলার হতে আনুমানিক ০২  কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে যশোরের শার্শা থানাধীন গোগা বাজার হতে উত্তর দিকে ইট ভাটার সামনে পাকা রাস্তার ওপর তল্লাশি অভিযান পরিচালনা করে।


উক্ত তল্লাশি অভিযানে বিজিবি টহলদল কর্তৃক ১.৬৫৩ কেজি (১৪৪ ভরি) ওজনের ১৫ পিস স্বর্ণের বার এবং ০১টি মোটরসাইকেলসহ স্বর্ণ পাচারকারী কে আটক করতে সক্ষম হয়। উক্ত স্বর্ণের বারগুলো আসামীর সাথে থাকা মোটরসাইকেলের সামনে শো-কব্জার ভিতরে কালো রঙের পলিথিনে মোড়ানো অবস্থায় অভিনব কায়দায় লুকায়িত ছিল।

আটককৃত ব্যক্তি উক্ত স্বর্ণের বারগুলো যশোর জেলার নাভারণ এলাকা হতে জনৈক অজ্ঞাত ব্যক্তির নিকট হতে সংগ্রহ করে গোগা সীমান্ত এলাকা দিয়ে ভারতে পাচার করতে চেয়েছিল বলে জানা যায়।

জব্দকৃত স্বর্ণের আনুমানিক সিজারমূল্য-১,২৭,৪৮,০০০/-(এক কোটি সাতাশ লক্ষ আটচল্লিশ হাজার) টাকা।


তিনি আরো বলেন,এ ব্যাপারে পরবর্তী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon