বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪
 

র‌্যাবের অভিযানে ৪৭ লাখ টাকার হেরোইনসহ ৪ মাদক ব্যবসায়ী আটক

কণ্ঠস্বর ডেস্ক, ঢাকা
প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২২

ছবি: দৈনিক যুগের কণ্ঠস্বর

যুগের কণ্ঠস্বর প্রতিবেদক: 

ঢাকা জেলার আশুলিয়া এলাকা হতে ৪৭ লাখ টাকা মূল্যের হেরোইনসহ ০৪ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৪।

গ্রেফতারকৃতরা হলেন, ১ মোঃ রাজেস শাহ (৪৪), ২ মোঃ সেলিম রেজা (৪২), ৩ মোঃ হানিফ (২৮), ৪ মোছাঃ সাহিদা (৪০) ।

(২০ সেপ্টেম্বর) সকালে র‌্যাব-৪ এর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বলেন, ১৯ সেপ্টেম্বর ১১.৩০ ঘটিকার সময় র‌্যাব-৪ এর একটি চৌকস আভিযানিক দল ঢাকা জেলার আশুলিয়া থানাধীন ঢাকা-আরিচা মহাসড়কের উপর অভিযান পরিচালনা করে ৪৭ লাখ টাকা মূল্যমানের ৪৭৭ গ্রাম হেরোইন, মাদক পরিবহনে ব্যবহৃত ০১ টি প্রাইভেট কার, ০৫ টি মোবাইল এবং নগদ ২৭,০০০/- টাকাসহ ০৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়।

আরো বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তিরা পরস্পর যোগসাজোশে দীর্ঘদিন যাবৎ লোক চক্ষুর আড়ালে দেশের সীমান্তবর্তী এলাকা হতে অবৈধ মাদকদ্রব্য হেরোইন সংগ্রহ করে আশুলিয়াসহ রাজধানীর নিকটবর্তী বিভিন্ন এলাকার ডিলার ও খুচরা মাদক বিক্রেতাদের নিকট বিক্রয় করে আসছিলো।

গ্রেফতারকৃত আসামীদেরকে আশুলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানানো হয়।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon