নারায়ণগঞ্জ প্রতিনিধি : মোঃ ইমরান হোসেন তালহা,
নারায়ণগঞ্জের আড়াইহাজার থেকে ধারালো অস্ত্র ও ককটেলসহ সংঘবদ্ধ আন্তঃ জেলা ডাকাত চক্রের ৯ সদস্যকে গ্রেফতার করেছে র্যাব-১১।
মঙ্গলবার ২০ সেপ্টেম্বর রাতে র্যাব অভিযান
পরিচালনা করে নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানার সরাবদী এলাকায় ডাকাতির প্রস্তুতি গ্রহণকালে ধারালো অস্ত্র ও ককটেলসহ সংঘবদ্ধ আন্তঃ জেলা ডাকাত চক্র কাশেম বাহিনীর ০৯ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামিদের হেফাজত হতে পাওয়া যায় ককটেল-০৭টি, ছোড়া-০৩টি, কাটার-০১টি, কোরাবারি-০২টি, টেটা-০৫টি, টর্চ লাইট-১৩টি, রূপার চেইন-০১টি, মোবাইল-০৯টি, নগদ- ২৪,৯০০ টাকা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, মো.আবুল কাশেম (৩৩),মো বাবু (২৬), মো. ওমর ফারুক (২৭), মো. লিটন (২৪), মো.সবুজ (২৮), মো. দেলোয়ার হোসেন (২৮), রুমন ভূইয়া (২৫), মো. আশরাফুল (১৯), মো জুয়েল রানা (২২)।
গ্রেফতারকৃত ডাকাতদলের সদস্যদের
স্বীকারোক্তিতে জানা যায় যে, তারা গত ১৯ সেপ্টেম্বর হাইজাদী ইউনিয়নের সরাবদী আতাদী চকের বাড়ি ও উদয়দী গ্রামের ০৮টি বাড়িতে ডাকাতির ঘটনার সাথে জড়িত ছিল।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে ইতিপূর্বে বিভিন্ন থানায় নিম্নেবর্ণিত বিভিন্ন ধরনের অনেক মামলা রয়েছে।
র্যাব-১১`র উপ অধিনায়ক মেজর মো. সানরিয়া চৌধুরী ২১ সেপ্টেম্বর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১`র একটি আভিযানিক দল ২০ সেপ্টেম্বর গভীর রাতে অভিযান পরিচালনা করে নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানার সরাবদী এলাকায় ডাকাতির প্রস্তুতি গ্রহণকালে ধারালো অস্ত্র ও ককটেলসহ সংঘবদ্ধ আন্তঃ জেলা ডাকাত চক্র কাশেম বাহিনীর ০৯ জন সক্রিয় সদস্যদের গ্রেফতার করতে সক্ষম হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় এই সংঘবদ্ধ ডাকাত চক্রটি এর আগেও পরষ্পর যোগসাজশে পূর্ব-পরিকল্পনামাফিক দীর্ঘদিন যাবৎ আড়াইহাজার থানা এলাকায় বিভিন্ন বাড়িতে এবং আর্থিকভাবে সচ্ছল পরিবারগুলোকে টার্গেট করে পরিকল্পিতভাবে তাদের ডাকাতি কার্যক্রম চালিয়ে আসছিল।
গভীর রাতে আড়াইহাজারের বিভিন্ন বাসা-বাড়িতে অতর্কিতভাবে হাজির হয়ে ধারালো অস্ত্র প্রদর্শন করে এবং ককটেল বিস্ফোরণের মাধ্যমে জনমনে ভয়ভীতি ও আতঙ্ক সৃষ্টি করে সাধারণ লোকজনদের জিম্মি করে ডাকাতি করে সিএনজি/ মোটরসাইকেল যোগে ঘটনাস্থল হতে পালিয়ে যায়। দুষ্কৃতিকারী এই ডাকাত দলের সদস্যরা ডাকাতি করতে গিয়ে জনসাধারণকে মারধর ও ছুরিকাঘাতসহ গুরুত্বর জখম করে থাকে। দীর্ঘদিন ধরে তারা নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানা এলাকায় বিভিন্নবাসা-বাড়িতে তাদের অন্যান্য সহযোগীদের নিয়ে ডাকাতি করে আসছিল। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
মন্তব্য