কৌতুক অভিনেতা আবু হেনা রনির শারীরিক অবস্থার উন্নতি হয়েছে বলে জানিয়েছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক সামন্ত লাল সেন। গত মঙ্গলবার দুপুরে সামন্ত লাল সেন বলেন, ‘ড্রেসিং করে দিয়েছি।
রনির শারীরিক অবস্থা আগের তুলনায় এখন ভালো।’ এ ছাড়া অভিনেতা জামিল হোসেন জানান, রনি স্বাভাবিক খাবার খেতে পারছেন, কথাবার্তাও বলতে পারছেন। উল্লেখ্য, গত শুক্রবার থেকে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন রনি। রনির চিকিৎসায় এরইমধ্যে মেডিকেল টিম গঠন করা হয়েছে।
গাজীপুর জেলা পুলিশ লাইনসে শুক্রবার বিকেলে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে গ্যাস বেলুন বিস্ফোরিত হয়। এতে রনিসহ ৫ জন দগ্ধ হন। দগ্ধ ব্যক্তিদের মধ্যে রনি ও জিল্লুর রহমানকে শুক্রবার সন্ধ্যায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে পর্যবেক্ষণে রাখা হয়েছিল। তবে গত শনিবার সকালে তাদের হাই ডিপেনডেন্সি ইউনিটে (এইচডিইউ) স্থানান্তর করা হয়।
মন্তব্য