শনিবার, ২৩ নভেম্বর ২০২৪
 

তাকরিমকে অভিনন্দন জানালেন মুশফিক

মাহবুবুর রহমান জিসান
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২২

---
আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ১১১ দেশের, ১৫৩ জন কোরআন হাফেজের মধ্যে তৃতীয় স্থান অধিকার করেছেন ১৩ বছর বয়সী বাংলাদেশের হাফেজ সালেহ আহমাদ তাকরিম। হাফেজ সালেহ আহমাদ তাকরিমকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ব্যাটসম্যান মুশফিকুর রহিম। এই অর্জনে গর্বিত হয়েছেন তিনি।

আজ শুক্রবার (২৩ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যমে হাফেজ সালেহ আহমাদ তাকরিমকে নিয়ে মুশফিকুর রহিম লেখেন, ‘মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ছোট্ট ভাই তোমার জন্য খুবই গর্বিত। দয়া করে আমাদের তোমার প্রার্থনায় রেখো।’

সৌদি আরবের পবিত্র মক্কায় ‘৪২তম বাদশাহ আব্দুল আজিজ আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতা’ অনুষ্ঠিত হয়। বুধবার রাতে মক্কার পবিত্র হারাম শরিফে একটি বর্ণাঢ্য অনুষ্ঠানে চূড়ান্ত বিজয়ীদের মধ্যে তৃতীয় বিজয়ী হিসেবে তাকরিমের নাম ঘোষণা করা হয়।

তৃতীয় স্থান অর্জন করার সাফল্যেস্বরূপ হাফেজ সালেহ আহমাদ তাকরিম পুরস্কার হিসাবে পেয়েছেন ১ লাখ রিয়াল (প্রায় সাড়ে ২৭ লাখ টাকা) সঙ্গে সনদ ও সম্মাননা।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon