শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪
 

এটিইউয়ের অভিযানে জঙ্গি সংগঠনের এক সদস্য গ্রেফতার

কণ্ঠস্বর ডেস্ক, ঢাকা
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২২

 ছবি: দৈনিক যুগের কণ্ঠস্বর

যুগের কণ্ঠস্বর প্রতিবেদক:

এন্টি টেররিজম ইউনিটের অভিযানে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ‘আনসার আল ইসলাম’ এর এক সদস্য কে গ্রেফতার করতে সক্ষম হয়েছে।

শনিবার (২৪ সেপ্টেম্বর) এন্টি টেররিজম ইউনিটের পুলিশ সুপার (মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস উইং) মোহাম্মদ আসলাম খাঁন যুগের কণ্ঠস্বর কে এ তথ্য জানান ।

গ্রেফতারকৃত সদস্যের নাম- মো: সৈকত হোসেন(২৪), গ্রেফতারকালে এন্টি টেররিজম ইউনিট তার নিকট থেকে উগ্রবাদী কর্মকাণ্ডে ব্যবহৃত ০১টি এন্ড্রয়েড মোবাইল সেট, ০১ টি এসডি কার্ড ও ০৫ টি বাঁধাই করা বই- কেন আমরা জিহাদ করবো (৭৩ পাতা), আলকায়দা উপমহাদেশ-আসসাহাব উপমহাদেশ মিডিয়া (১৭ পাতা), কাশ্মির জিহাদ পথ ও গন্তব্য (১২ পাতা), কেন আমরা জিহাদ করবো (২২ পাতা), নিরাপত্তা ও ইন্টেলিজেন্স বিষয়ক কোর্স (৩৯ পাতা) জব্দ করা করেছে।

পুলিশ সুপার মোহাম্মদ আসলাম খাঁন জানান, এন্টি টেররিজম ইউনিট (এটিইউ) এর একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে বিশেষ অভিযান পরিচালনা করে কুমিল্লা জেলার সদর থানাধীন আড়াইওরা তিন রাস্তার মোড় এলাকা থেকে “আনসার আল ইসলাম” এর একজন সক্রিয় সদস্যকে গ্রেফতার করতে সক্ষম হয়।

পুলিশ বলছে, গ্রেফতারকৃত সৈকত হোসেন নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ‘আনসার আল ইসলাম’ এর একজন সক্রিয় সদস্য। এবং সে ও তার অন্যান্য সহযোগীগণ রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র, হত্যা, জনমনে ত্রাস ও আতঙ্ক সৃষ্টির লক্ষ্যে পরিকল্পনা ও প্রস্তুতি গ্রহণের জন্য সাইবার স্পেস ব্যবহার করে বিভিন্ন সিকিউরিটি গ্রুপ খুলে নিজেদের মধ্যে চ্যাটিং চালিয়ে যাচ্ছিল।

পুলিশ সুপার আসলাম খাঁন আরো বলেন, উগ্রবাদী বিভিন্ন বই অনলাইনে পোস্ট করে আগ্রহীদের সাথে নিয়মিত যোগাযোগ রক্ষাসহ তাদের উগ্রবাদের দিকে আহবান করে আসছিল। এছাড়াও গ্রেফতারকৃত আসামী সংগঠনে সক্রিয়ভাবে কার্যক্রম পরিচালনা ও জঙ্গিবাদে অন্যান্যদের উদ্ধুদ্ধকরণের লক্ষ্যে তামীম আল আদনানী, আবু ত্বহা মোহাম্মদ আদনান ও জসীম উদ্দিন রাহমানির বক্তব্য সম্বলিত অডিও এবং ভিডিও ফেসবুকে প্রচার করে আসছিল।

গ্রেফতারকৃতের বিরুদ্ধে বাংলাদেশের নিরাপত্তা ও সার্বভেমত্ব বিপন্ন করার উদ্দেশ্যে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্যপদ গ্রহণ ও সমর্থন, অপরাধ সংঘটনের ষড়যন্ত্র এবং অন্যান্যদের সন্ত্রাসী কর্মকাণ্ডে প্ররোচিত করায় তার বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইন ২০০৯ (সংশোধনী-২০১৩)-এর ৮/৯(৩)/১০/১৩ ধারায় মামলা দায়ের প্রক্রিয়াধীন বলে জানান এই কমর্কর্তা।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon