মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪
 

নোবিপ্রবিতে রংপুর বিভাগ ছাত্র কল্যাণ পরিষদের ‘চড়ুইভাতি’

কণ্ঠস্বর ডেস্ক, ঢাকা
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২২

ছবি: দৈনিক যুগের কণ্ঠস্বর

নোবিপ্রবি প্রতিনিধি: আল জোবায়ের, 

নানা আয়োজনের মধ্য দিয়ে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) আঞ্চলিক সংগঠন ’রংপুর বিভাগ ছাত্র কল্যাণ পরিষদ’-এর চড়ুইভাতি ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৩ সেপ্টেম্বর) দিনব্যাপী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এটি অনুষ্ঠিত হয়। এতে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কর্মরত রংপুর বিভাগের শিক্ষকরা এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে অধ্যয়নরত রংপুর বিভাগের বিভিন্ন জেলার শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। মধ্যাহ্নভোজ শেষে সংগঠনের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে বৃক্ষরোপণ করা হয়। পরে নবীনবরণ, আড্ডা ও গানে শেষ হয় চড়ুইভাতির আয়োজন।

উল্লেখ্য, ‘দূরত্ব নয়, ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ মোরা’ এই স্লোগানকে ধারণ করে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ‘রংপুর বিভাগ ছাত্র কল্যাণ পরিষদ’ এর কার্যক্রম পরিচালনা করে আসছে। সংগঠনটি বিশ্ববিদ্যালয়ে রংপুর বিভাগের বিভিন্ন জেলা থেকে আগত শিক্ষার্থীদের মিলনমেলা ও সেতুবন্ধন স্বরূপ।

মন্তব্য

পঠিতসর্বশেষ

এলাকার খবর

Developed By: Dotsilicon