শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪
 

কোস্ট গার্ডের অভিযানে মুন্সীগঞ্জ থেকে চোরাই ডিজেলসহ আটক-০২

কণ্ঠস্বর ডেস্ক, ঢাকা
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২২

 ছবি: দৈনিক যুগের কণ্ঠস্বর

যুগের কণ্ঠস্বর প্রতিবেদক: 

মুন্সীগঞ্জে কোস্ট গার্ডের অভিযানে ২২ হাজার লিটার চোরাই ডিজেল ও স্টীলবডি ট্রলারসহ ২ জন কে আটক করা হয় ।

শনিবার দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত তিন ঘটিকায় বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশন পাগলা কর্তৃক স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট শামস সাদেকীন নির্ণয় এর নেতৃত্বে মুন্সীগঞ্জ জেলার, মুক্তাপুর শাহ সিমেন্ট ফ্যাক্টরি সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

আটককৃত ব্যক্তিরা মোঃ জলিল সরদার(৪২), পটুয়াখালীর মহিপুর থানার তাহেরপুর গ্রমের বাসিন্দা এবং মোঃ তারেক রহমান(১৯), লক্ষীপুরের কমল নগর থানার চর ফলকন গ্রামের বাসিন্দা বলে জানানো হয়।

অভিযানে আটককৃতদের কাছ থেকে ০২টি ইঞ্জিন চালিত স্টীলবডি ট্রলার, ০১টি ডিজেল তেলের বাংককার ও আনুমানিক ২২,০০০ হাজার লিটার অবৈধ চোরাই ডিজেল জব্দ হয়।

তিনি আরও বলেন, পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহেণের জন্য জব্দকৃত চোরাই ডিজেল, স্টীলবডি ট্রলার, ডিজেল তেলের বাংককার ও আটককৃত ব্যক্তিদের মুন্সীগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য

পঠিতসর্বশেষ

এলাকার খবর

Developed By: Dotsilicon