শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪
 

সিরিয়া উপকূলে নৌকাডুবি, ৭৭ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২২

প্রতিকি ছবি
লেবানন থেকে সিরিয়া যাবার পথে সিরিয়ার উপকূলে অভিবাসনপ্রত্যাশীদের নৌকাডুবির ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৭৭ জনে দাঁড়িয়েছে। সিরিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে শনিবার (২৪ সেপ্টেম্বর) এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার সন্ধ্যার পর লেবাননের উত্তরাঞ্চলীয় জেলা মিনিয়েহ থেকে সিরিয়ার উদ্দেশে যাত্রা করেছিল নৌকাটি। অন্তত ১২০ থেকে ১৫০ জন অভিবাসনপ্রত্যাশী ছিলেন নৌকাটিতে। লেবানন থেকে সিরিয়া পৌঁছে সেখান থেকে সাগর পাড়ি দিয়ে ইউরোপে যাওয়ার উদ্দেশ্য ছিল তাদের।

সিরিয়ার স্বাস্থ্যমন্ত্রী হাসান রাষ্ট্রীয় টেলিভিশনকে বলেছেন, ৭৭ জন মারা গেছেন। ২০ জন চিকিৎসাধীন রয়েছে। যার মধ্যে আট জনের অবস্থা গুরুতর।

অভিবাসনপ্রত্যাশীদের নৌকাটি সিরিয়ার দক্ষিণে অবস্থিতি টারতুস বন্দরের কাছে ডুবে যায়।

সিরিয়ার পরিবহন মন্ত্রণালয়ের কর্মকর্তা স্লাইমান খলিল বলেন, আমরা এখন পর্যন্ত আমাদের উদ্ধার অভিযান চালাচ্ছি।

মাজহারুল হাসান রাকিব, যুক্তরাজ্য প্রতিনিধি

মন্তব্য

পঠিতসর্বশেষ

এলাকার খবর

Developed By: Dotsilicon