শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪
 

নৌকা বাইচ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হলো যমুনার তরী

কণ্ঠস্বর ডেস্ক, ঢাকা
প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২২

ছবি: দৈনিক যুগের কণ্ঠস্বর

টাঙ্গাইল প্রতিনিধি:শেখ রুবেল, 

প্রতি বছরের মতো এবারও উৎসব মুখর পরিবেশ ও বর্ণিল আয়োজনের মধ্যে দিয়ে টাঙ্গাইলে ভূঞাপুরের যমুনা নদীতে দুইদিন ব্যাপী ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ও শনিবার (২৩ ও ২৪ সেপ্টেম্বর) বিকেলে ভূঞাপুর-গোপালপুরের জাতীয় সংসদ সদস্য ছোট মনির উদ্যোগে যমুনা নদীতে পঞ্চম বারের মতো নৌকা বাইচ অনুষ্ঠিত হয়। নৌকা বাইচের সমাপনী দিনে চুড়ান্ত প্রতিযোগিতায় ১২ টি নৌকা অংশগ্রহণ করে।

দ্বিতীয় দিনে ফাইনালে উপজেলার নিকরাইল ইউনিয়নের যমুনা তরী নৌকা চ্যাম্পিয়ন এবং গাবসারা ইউনিয়নের নিকলাপাড়া মানিক তরী রানার্সআপ হয়। একই সঙ্গে গাবসারা ইউনিয়নের সাগর তরী নৌকা তৃতীয় স্থান অর্জন করে।

সরেজমিনে, বাদ্যযন্ত্রের তালে তালে বিশাল বাইচের নৌকার বৈঠার ছলাৎ ছলাৎ শব্দ আর মাঝি মাল্লাদের নাচ গানে মুখরিত যমুনার নদীর দুই পাড়।

দীর্ঘদিন পর নৌকা বাইচ দেখ‌তে শিশু কিশোর-কিশোরী, যুবক-যুবতী এবং বৃদ্ধসহ বি‌ভিন্ন বয়সী দর্শনার্থীরা নৌকা, স্পিড বোর্ডসহ বি‌ভিন্ন মাধ‌্যমে বি‌নোদন উপ‌ভোগ করে‌ছেন। প্রচুর প‌রিমাণ বি‌নোদন প্রেমী‌দের দে‌খে প্রতিযোগীদের ম‌ধ্যেও আনন্দ আরও বে‌ড়ে‌ছে। এদিকে দ্বিতীয় দিনে পুরুষের চেয়ে নারী ও শিশু দর্শনার্থীদের সংখ্যা বেশি দেখা গেছে।

নৌকা বাইচের সমাপনী অনুষ্ঠানে গোবিন্দাসী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি গাজী ইকরাম উদ্দিন তারা মৃধা সভাপতিত্ব করেন। এসময় অনুষ্ঠানে গোবিন্দাসী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক দুলাল হোসেন চকদারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- স্থানীয় সংসদ সদস্য ছোট মনির।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন টাঙ্গাইল জেলা বাস-মিনিবাস মালেক সমিতির মহাসচিব গোলাম কিবরিয়া (বড়মনি) উপজেলা চেয়ারম্যান মোছাঃ নার্গিস বেগম, সংসদ সদস্য ছোট মনিরের পিতা এডভোকেট আব্দুল গফুর, ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ ফরিদুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলাম (বাবু), মহিলা ভাইস চেয়ারম্যান আলিফ নূর (মিনি), ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দিদারুল আলম খান, মাহবুব, রফিকুল ইসলাম রফিক, সাবেক চেয়ারম্যান মনিরুজ্জামান মনির প্রমুখ।

স্থানীয় সংসদ সদস্য ছোট মনির বলেন, বন্যা কবলিত মানুষের মুখে হাসি ফুটানোর জন্য প্রতি বছরের ন্যায় এবারো নৌকা বাইচের আয়োজন করা হয়েছে। আবহমান গ্রাম-বাংলার ঐতিহ্য ও সংস্কৃতিকে ধরে রাখতে এভাবে প্রতিবছরই এখানে নৌকাবাইচের আয়োজন হবে বলে তিনি জানান।

অনুষ্ঠান শেষে প্রধান অতিথি স্থানীয় সংসদ সদস্য ছোট মনির বিজয়ী “যমুনা তরী” চ্যাম্পিয়ন দলকে মোটরসাইকেল পুরস্কৃত করেন।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon