রবিবার, ২৪ নভেম্বর ২০২৪
 

ইউটিউবে ভিডিও আপলোড করে অর্থ উপার্জন

কণ্ঠস্বর ডেস্ক, ঢাকা
প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২২

ফাইল ফুটেজ

 

ইউটিউব তাদের পার্টনারশিপ প্রোগ্রামে উল্লেখযোগ্য পরিবর্তনের ঘোষণা দিয়েছে। প্রতিষ্ঠানটি তাদের শর্ট ভিডিও ক্রিয়েটরদের সঙ্গে রেভিনিউ শেয়ার করবে, মূলত টিকটককে টেক্কা দিতেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে মনে করছেন প্রযুক্তি বিশেষজ্ঞরা।

নতুন এই ঘোষণা কার্যকর হলে ইউটিউবে শর্ট ভিডিও আপলোড করে আয় করার সুযোগ পাবেন ব্যবহারকারীরা। এর আগে ইউটিউবের শর্ট ভিডিওতে মনিটাইজেশনের সুবিধা পাওয়া যেতো না। এক হাজারের বেশি সাবস্ক্রাইবার এবং ৪ হাজার ঘণ্টা ভিডিও দেখার পর ইউটিউব থেকে আয় করা যেত। এ নিয়মেরও কোন ব্যতিক্রম ঘটছে না বলে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন ইউটিউবের চিফ প্রডাক্ট অফিসার নীল মোহন। তিনি বলেছেন,পার্টনার প্রোগ্রামের জন্য আগে ইউটিউবারদের ১ হাজারের বেশি সাবস্ক্রাইবার এবং ৪ হাজার ঘণ্টা ওয়াচ থাকতে হতো। এখনো সেই নিময় থাকছে। আবার এখন শর্ট ক্রিয়েটররা পার্টনার প্রোগ্রামে যোগ দিতে পারেন যদি তাদের প্ল্যাটফর্মে ৯০ দিনে অন্তত ১০ মিলিয়ন (১ কোটি) ভিউ থাকে।

বিজ্ঞাপন থেকে আয়ের ৪৫ শতাংশ ক্রিয়েটরদের প্রদান করা হবে। এমনকি মিউজিক ব্যবহার করে শর্ট ভিডিও আপ করলেও আয়ের পরিমাণ একই থাকবে।

২০২৩ সালের শুরু থেকে এই সুবিধা পেতে যাচ্ছেন ইউটিউবে শর্ট ভিডিও আপলোডকারীরা। ভিডিও নির্মাতাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে উপার্জনের ৪৫শতাংশ প্রদান করা হবে।

 

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon